ফ্রি চিকিৎসার হটলাইন ১৬২৬৩

 স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন ১৬২৬৩ এ কল করে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত। এছাড়া স্বাস্থ্য বাতায়ন থেকে আপনি সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যেকোন তথ্য এবং ফোন নাম্বার পেতে পারেন।

কল করুন

free health hotline


কিভাবে ডাক্তারের সাথে কথা বলবেন   


১৬২৬৩ ডায়াল করার পর, আপনার স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে 0 (শূন্য) চাপুন। আপনি যদি আপনার নিকটস্থ সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ে কোন কিছু জানতে চান, তাহলে ১ চাপুন। আপনি যদি সরকারী-বেসরকারী অ্যাম্বুলেন্সের তথ্য জানতে চান, তাহলে ২ চাপুন। স্বাস্থ্য বাতায়ন কোন বানিজ্যিক সেবা নয় এবং এতে ফোন করতে মোবাইল ফোনের স্বাভাবিক বিলের অতিরিক্ত বিল হয়না।

Comments

  1. Dr. Ashish Badika is a Ghatiya Rog Doctor in indore. He has specialized in Myositis, Scleroderma, Gout, Ankylosing spondylitis, Pediatric Rheumatology, Rheumatoid Arthritis, Psoriatic Arthritis, etc.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Best Orthopedics Specialist Doctor List of Dhaka

Urology Specialist - Doctor List of Dhaka, Bangladesh

Gynecology Specialist Doctor List of Narayanganj - Bangladesh